প্রতিপক্ষের অবনমনে লিগ শিরোপা মেসি-এমবাপেদের হাতে

0
38

স্পোর্টস ডেস্ক:: লিগ ওয়ানের শিরোপা মেসি-এমবাপেদের হাতেই উঠছো। পাঁচ গোলের ম্যাচে পিএসজি জিতে শিরোপার দুয়ারে পৌঁছেছে, তবে প্রতিপক্ষ এই হারে অবনমনে পড়েছে। ক্রিস্তফ গালতিয়ের দল ৫-০ ব্যবধানে হারিয়েছে আজাকসিওকে। তাতেই অবনমন হয়ে গেছে দলটির।

পার্ক দি প্রিসেন্সে ফেরার ম্যাচেও দর্শকদের দুয়োর মুখে পড়েছেন মেসি। তার পায়ে বল গেলেই দর্শকরা দুয়ো দিয়েছেন। নিষেধাজ্ঞা থেকে ফেরার ম্যাচও তিনি রাঙাতে পারেননি। তবে তার ফেরার ম্যাচে ক্লাবের শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে গেছে।

লিগ ওয়ানের শিরোপা পিএসজির ঘরে উঠছে এই জয়ে। ৩৫ ম্যাচে ২৬ জয়, ৩ ‘ড্র’য়ের সঙ্গে নয় হারে মেসি-হাকিমিদের পয়েন্ট ৮১। দ্বিতীয় স্থানে থাকা লিন্সের থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে দলটি। ৩৫ ম্যাচে ২২ জয়ে ৭৫ পয়েন্ট লিন্সের। ৩৬ ম্যাচে ৬ জয়, ৫ ‘ড্র’ ও ২৪ হারে ২৩ পয়েন্ট নিয়ে নিচের স্তরে নেমে গেলো আজাকসিও।

প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের তিন গোলে পিএসজি আজাকসিওকে হারিয়েছে ৫-০ গোলের ব্যবধানে। তাতে অবশ্য প্রতিপক্ষের উপহারও ছিলো এক গোল। আজাকসিও আত্মঘাতী গোল হজম করেছে একটি।

ম্যাচের ২২তম মিনিটেই পিএসজি লি নেয়। ফাবিয়ান রুইসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। মিনিট দশেক পরেই আশরাফ হাকিমি ব্যবধান বাড়িয়ে নেন। ম্যাচের ৩২তম মিনিটেই আসাকসিও পিছিয়ে পড়ে ২-০ ব্যবধানে। প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসিরা।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে জ্বলে উঠেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ৪৭তম মিনিটেই ব্যবধান করেন ৩-০। বড় ব্যবধানে পিছিয়ে পড়া আসাকসিওকে ম্যাচে ফেরার কোনো সুযোগ না দিয়েই মিনিট সাতেক পর নিজে জোড়া গোল পূর্ণ করেন তিনি। ম্যাচের ৫৭তম মিনিটেই এমবাপের জোড়া গোলে পিএসজি লিড নেয় ৪-০ ব্যবধানে।

এক হালি গোল হজম করা আসাকিসও ম্যাচেতো ফিরতে পারেনি। উল্টো নিজেরা নিজেদের জালে বল জড়ায়। ম্যাচের ৭৩তম মিনিটে ইয়ুস ওফের আত্মঘাতী গোলে পিএসজি এগিয়ে যায় ৫-০ গোলে। প্রতিপক্ষ কোনো গোল শোধ দিতে না পারায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিরা।

৩৫ ম্যাচে ২৬ জয়ে ৮১ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা অনেকটাই নিজেদের করো নিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে দুইয়ে থাকা লিন্সের পয়েন্ট ৭৫।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here