স্পোর্টস ডেস্কঃ রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। ২০১৭ সালের পর এই প্রথম ঘরের মাঠে টানা ছয় জয় পেলো প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটি।
প্যালেসের বিপক্ষে ব্রুনো ফের্নান্দেস শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস র্যাশফোর্ড। সফরকারীদের গোলটি করেন জেফরি শ্লাপ। এই জয়ে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। শীর্ষে আছে আর্সেনাল।
ওল্ড ট্রাফোর্ডে ৭০ মিনিটে প্যালেসের উইল হিউজের গলা চেপে ধরে সরাসরি লাল কার্ড দেখেন ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ফলে আগামী তিন ম্যাচ নিষিদ্ধ থাকছেন তিনি। লিগে পরের তিন ম্যাচে ইউনাইটেডের প্রতিপক্ষ লিডস ইউনাইটেড ও লেস্টার সিটি। লিডসের বিপক্ষে দুই ম্যাচ খেলবে এরিক টেন হাগের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post