স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে প্রথম জয় পেয়েছে নাপোলি। অ্যাইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে হারিয়েছে ইতালির ক্লাবটি। প্রথমার্ধে পেনাল্টি পায় চলতি মৌসুমে সিরি আ’ টেবিলে ১৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা নাপোলি। কিন্তু গোল করতে পারেনি দলটি।
৩৬তম মিনিটে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন কাভিচা কাভারাৎস্খেলিয়া। তবে এর চার মিনিট পরই নাপোলিকে এগিয়ে দেন ভিক্টর অসিমহেন। হার্ভিং লোজানোর বাড়ানো ক্রসে পা ছুঁইয়ে গোলটি করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি এই মৌসুমে ২৪ ম্যাচে তার ২০তম গোল।
৫৮তম মিনিটে দশজনের দলে পরিণত হয় ফ্রাঙ্কফুর্ট। র্যান্ডল কোলো মুয়ানি বল নিয়ে এগুলে তাকে চ্যালেঞ্জ জানান আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো-আঙ্গুইসা। এ সময় জাম্বো-আঙ্গুইসার পা মাড়িয়ে দিলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান কোলো মুয়ানিকে। একজন কম নিয়ে খেলা জার্মান দলটি ৬৫তম মিনিটে আরো পিছিয়ে পড়ে।
কাভারাৎস্খেলিয়ার পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান অধিনায়ক ডি লরেঞ্জো। ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। তবে গোলমুখে দশটি শট নিয়ে দুই গোলের জয়কে ছোট মনে করতেই পারেন ইতালির ক্লাবটির কোচ লুসিয়ানো স্পালেত্তি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post