স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে টানা দুই জয় তুলে নিয়েছে চেলসি। গত রাতে বার্নলির মাঠে ৪-১ গোলে জিতেছে স্টামফোর্ড ব্রিজের দলটি। এর আগের রাউন্ডে ফুলহামের মাঠে জিতেছিল ব্লুজরা। এবার বার্নলিকে তাদের মাঠে উড়িয়ে দিয়েছে মাওরিসিও পচেত্তিনো শিষ্যরা। গত অক্টোবরের পর এই প্রথম প্রতিপক্ষের মাঠে টানা দুই জয় পেয়েছে তারা।
বার্নলির মাঠ টার্ফ মুরে পিছিয়ে পড়েও ৪-১ গোলের বড় জয় পেয়েছে চেলসি। ম্যাচের ১৫ মিনিটেই পিছিয়ে পড়ে পচেত্তিনোর দল। উইলস অদোবার গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। তবে ৪২ মিনিটে আমিন আল দাখিলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে চেলসি। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। সফলতাও আসে। ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি থেকে ব্লুদের এগিয়ে দেন কোল পালমার। চলতি মৌসুমেই ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দিয়েছেন এই তরুণ। পরে গোলও করিয়েছেন তিনি।
৬৫ মিনিটে চেলসির তৃতীয় গোলটি করেন রাহিম স্টার্লিং। আর ৭৪ মিনিটে শেষ গোলটি আসে নিকলাস জ্যাকসনের পা থেকে। এই গোলে অবদান রাখেন পালমার। লিগে এই নিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে অষ্টম ম্যাচে তৃতীয় জয় পেল চেলসি। ফলে ১১ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছে ব্লুরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post