স্পোর্টস ডেস্ক:: ইউরো বাছাইয়ে স্লোভাকিয়ার গোলরক্ষকের মুখে বুট দিয়ে মেরে এক ম্যাচ নিষিদ্ধ হলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতের ম্যাচে স্লোভাকিয়া বেশ কঠিন পরীক্ষা নিয়েছে রোনালদোদের। ব্রুনো ফার্নান্দেজের একমাত্র গোলে জিতলেও বেশ কষ্ট করতে হয়েছে পর্তুগালকে।
সেই ম্যাচে সিআর সেভেন বুট দিয়ে আঘান করে বসেন স্লােভাকিয়ার গোলরক্ষক মার্টিন দুবরাভকার মুখে। ম্যাচটির ৬২তম মিনিটে ঘটে এই ঘটনা। ডান প্রান্ত থেকে আসা বলে শট নিতে গিয়ে পারেননি রোনালদো। এরপর স্লাইড করে স্লোভাকিয়ার জালে বল পাঠাতে চেয়েও পারেননি তিনি।
এসময় স্লোভাকিয়ার গোলরক্ষক মার্টিন এগিয়ে গিয়ে বল রিসিভের চেষ্টা করেন। রোনালদোর বুট গিয়ে আঘাত করে এই গোলরক্ষকের মুখে। দলটির ফুটবলাররা প্রতিবাদী হয়ে উঠে রেফারি বাধ্য হন পর্তুগিজ তারকাকে হলুক কার্ড দেখাতে।
পর্তুগালের হয়ে আগের ম্যাচেও হলুদ কার্ড দেখে ছিলেন অধিনায়ক। আইসল্যান্ডের বিপক্ষে সেদিনের ম্যাচে ৮৩তম মিনিটে হলুদ কার্ড পান তিনি। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি। ফলে আগামি মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচে থাকবেন না পর্তুগিজ অধিনায়ক।
ইউরো বাছাইয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছে পর্তুগাল। টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। প্রতিটি ম্যাচেই পেয়েছে পূর্ণ পয়েন্ট। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post