স্পোর্টস ডেস্ক: গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে হেরেছিল ইংল্যান্ড। বাংলাদেশের রুবেলের বিধ্বংসী বোলিংয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিলো ইয়ন মরগানদের।
বাংলাদেশের সাথে সর্বশেষ ম্যাচে সেই হারের ক্ষত আবারো টাইগারদের মুখোমুখি ইংল্যান্ড। ক্রিকেট প্রেমীরা ধরে নিয়েছেন কাল শুক্রবার ম্যাচটা তাই ইংলিশদের কাছে প্রতিশোধের।
কিন্তুু সেটি যেনো ভুলেই গেছেন ইংলিশ দলনেতা জস বাটলারের। তিনি বলেন, ‘আমরা খেলার দিকেই মনোযোগ দিচ্ছি। ভালো খেলে জিততে চাই। প্রতিশোধের দিকে কোনো নজর নেই।’ ম্যাচের আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন বাটলার।
প্রস্তুতি ম্যাচের জয়ের ধারা বজায় রাখতে চান বাটলার। ‘প্রস্তুতি ম্যাচে দল ভালো করেছে। অনেক গরমের মাঝেও তারা পারফর্ম করেছে। ম্যাচটা জেতায় আমাদের ভালো হয়েছে। আশা করছি জয়ের ধারা বজায় থাকবে।’
শুক্রবার মিরপুরে দুপুর আড়াইটায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটা/০০