প্রতিশোধ নিলো হল্যান্ডের ম্যানসিটি, শিরোপার আশা শেষ লিভারপুলের

0
90

স্পোর্টস ডেস্ক:: বাঁচা-মরার লড়াইয়েও পারলো না লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)এ ম্যানসিটি নিলো প্রতিরোধ। ৩-২ গোলের এই হারে মোহাম্মদ সালাহদের লিভারপুলের শিরোপার আশা প্রায় শেষ হয়ে গেলো।

পেপ গার্দিওলার ম্যানসিটি শেষ তিন ম্যাচ হারের প্রতিশোধও নিলো। হল্যান্ড-মাহরেজদের গোলে ৩-২ ব্যবধানে হারিয়েছে অলরেডদের।

দুই দলের ম্যাচটিতে দারুণ লড়াই হয়েছে। গোল পাল্টা গোলের খেলা হয়েছে। আক্রমণাত্মক ম্যাচ শেষে সিটিই তুলে নিয়েছে দারুণ জয়। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো হল্যান্ডরা।

ম্যাচের শুরুতেই আর্লিং হল্যান্ডের গোলে লিড নেয় ম্যানসিটি। ১০ম মিনিটেই ইংলিশ তারকা ব্যবধান ১-০ করেন। এই লিড অবশ্য মিনিট দশেক ধরে রাখতে পারে দলটি। ম্যাচের ২০তম মিনিটেই সমতায় ফেরে লিভারপুল। ফেবিও কার্বিওহোলো ম্যাচের স্কোর লাইন ১-১ করেন।

ম্যাচের ৪৭তম মিনিটে মাহরেজের গোলে ম্যানসিটি আবারো লিড নেয়। এই লিডও মিনিট খানেক ধরে রাখতে পারেনি তারা। ৪৮তম মিনিটেই মোহাম্মদ সালাহ’র গোলে সমতায় ফেরে লিভারপুল। ম্যাচের স্কোর লাইন হয় ২-২।

সমতায় থাকা ম্যাচে মিনিট দশেক পরে আবারো এগিয়ে যায় ম্যানসিটি। ৫৮তম মিনিটে নাথান আকির গোলে ৩-২ গোলে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে হল্যান্ডরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here