স্পোর্টস ডেস্ক:: ফিলিস্তিনের শিশুদের জন্য দারুণ এক উদ্যােগ নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের একটি ফ্র্যাঞ্চাইজি। দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগের দল মুলতান সুলতানসের প্রতি ছক্কা ও প্রতি উইকেটে এক লাখ রুপি করে পাবেন ফিলিস্তিনের শিশুরা।
ব্যাটসম্যান ছক্কা হাঁকালে, বোলাররা উইকেট তুলে নিলেই ফিলিস্তিন শিশুদের ভাগ্যে জুটবে এক লাখ টাকা করে। পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান মুলতানস এমন উদ্যোগ নিয়েছে। মুলতান পিএসএলে গতকাল প্রথম ম্যাচ খেলেছে। সেখানেই তাদের এই তহবিলে যোগ হয়েছে ১৫ লাখ রুপি। ফ্র্যাঞ্চাইজিটির আরো নয়টি ম্যাচ বাকী আছে। এই ম্যাচগুলোতে তাদের ব্যাটসম্যান যত ছক্কা হাঁকাবেন, বোলাররা যত উইকেট নেবেন ততই হাসি ফুটবে গাজার অসহায় শিশুদের মুখে।
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুর আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়েছেন মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’
মুলতানের প্রথম ম্যাচ ছিলো করাচি কিংসের বিপক্ষে। ওই ম্যাচে টসের সময় দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটের ফিলিস্তিন এ গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।’
এমন সিদ্ধান্তের পর করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে মুলতান। দুই শ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি। বোলাররা উইকেট তুলেছেন সাতটি। তাতে ফিলিস্তিনের তহবিলে যোগ হয়েছে ১৫ লাখ রুপি। ম্যাচের পর মুলতান সুলতানসের এক্স পেজ থেকে জানানো হয়েছে, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ১৫ লাখ পাকিস্তানি রুপির অনুদান সংগৃহীত হয়েছে।
কয়েক বছর থেকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। রমজানের আগে ছিলো যুদ্ধ বিরতি। চতুর নেতানিয়াহু পবিত্র রমজান মাসে যুদ্ধ বিরতি চলাকালেই গণহত্যায় মেতে উঠেন। ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের মানুষদের হ ত্যা র উৎসবে মেতেছেন তিনি। এরপর থেকে গাজায় অন্তত ৫০০ শিশু নিহত হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০