স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে ড্র করেছে নেদারল্যান্ডস। শনিবার রাতের ম্যাচে বিশ্বকাপে তিনবারের রানার্সআপ দলটি দুই গোলে পিছিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচটি ড্র করেছে তারা।
রটারডামে গ্রুপ ‘ডি’র ম্যাচে ১৮তম মিনিটে ম্যাট ক্যাশের গোলে লিড নেয় রবার্তো লেভানডফস্কিকে ছাড়া মাঠে নামা পোল্যান্ড। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় পোলিশরা। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড দ্বিগুণ করে তারা। দলের দ্বিতীয় গোলটি করেন পিতর জেলেনিস্কি।
৫১তম মিনিটে নেদারল্যান্ডসের ফুটবলার দাভি ক্লাসেন গোল করেন ব্যবধান কমান। ৫৪ মিনিটে ফের বল জড়ায় পোল্যান্ডের জালে। বার্সেলোনা ফরোয়ার্ড মেমফিস ডিপাইয়ের পাস থেকে ডাচদের সমতায় ফেরান দেনজেল ডাম্ফ্রিস।
পয়েন্ট টেবিলে নেদারল্যান্ড ‘ডি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। তিন ম্যাচে দুই জয়, এক ড্রয়ে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। এক জয়, এক ড্র ও এক হারে বেলজিয়ামের সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকা পোল্যান্ড অবস্থান করছে তিন নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০