স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে যাওয়া কেন উইলিয়ামসন দারুণ ফিফটি হাঁকালেন প্রস্তুতি পর্বে। হায়দ্রাবাদে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন চোট কাটিয়ে ফেরা কিউই অধিনায়ক। প্রস্তুতি ম্যাচ রান পেলেও আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরুর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন না তিনি। আগেই এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
শুক্রবার বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। বাবর আজমদের দেয়া ৩৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। দলের বড় জয়ে অবদান রেখেছেন দেশটির তারকা ক্রিকেটার উইলিয়ামসন। ৫০ বলে ৫৪ রান করে সাজঘরে চলে যান তিনি।
ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন রাচিন রবীন্দ্র। ফেরার আগে ৭২ বলে ৯৭ রানের ইনিংস খেলেন তিনি। তিনে নামা উইলিয়ামসনের পাশাপাশি ৪ নম্বরে নামা ড্যারিল মিচেলও পেয়েছেন হাফ সেঞ্চুরি। ৫৭ বলে ৫৯ রান করে তিনিও স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান। তারপর মার্ক চ্যাপম্যান ৪১ বলে ৬৫ আর জিমি নিশাম ২১ বলে ৩৩ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে জেতান।
এদিকে সূচি অনুযায়ী আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। গত আসরে ফাইনাল খেলা ইংল্যান্ড-নিউজিল্যান্ড খেলবে এই ম্যাচে। উইলিয়ামসনের বিষয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘শুরু থেকেই আমরা কেনের বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছিলাম। সে খুব ভালো উন্নতি করেছে। এখন আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার পালা। তার বিষয়ে আমরা দিন ধরে ধরে এগোচ্ছি এবং তাকে চাপে ফেলতে চাই না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০