স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আজ বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে ১৬৫ রান করেছে জুনিয়র টাইগ্রেসরা। বেনোনিতে আগে ব্যাট করতে নেমে দাপুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান তোলে তারা।
ছক্কা মেরে ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার আফিয়া প্রত্যাশা। ৫টি চার ও তিনটি ছক্কা মেরেছেন ডানহাতি এই ওপেনার। শেষ পর্যন্ত ৪৩ বলে ৫৩ রান করেছেন তিনি। ২৭ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৬ রান করে অপরাজিত থাকেন আগের ম্যাচে ম্যাচসেরা হওয়া দিলারা আক্তার। ২৮ বলে ৩ চার ও ২ ছয়ে ঠিক ৫০ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার।
রান তাড়ায় এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। ৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৩০ রান। হারিয়েছে দুই উইকেট। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মারুফা আক্তার ও দিশা বিশ্বাস ১টি করে উইকেট নিয়েছেন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক১১০
Discussion about this post