স্পোর্টস ডেস্কঃ ক্লাব সতীর্থ থিবো কোর্তোয়া ও ম্যানচেস্টার সিটির কেভিন ডে ব্রুইনেকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা ফুটবলার হলেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। ফরাসী এই ফরোয়ার্ড গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক ছিলেন।
গত মৌসুমে মাদ্রিদের দলটির হয়ে বেনজেমা জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার সর্বোচ্চ গোলদাতাও তিনি। লা লিগায় করেছেন ২৭ গোল আর চ্যাম্পিয়ন্স লিগে ১৫টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে করেন ৪৪ গোল।
গত মৌসুমে ফ্রান্সের জার্সিতেও ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন বেনজেমা। গত অক্টোবরে উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ফরাসিদের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় অবদান রাখেন তিনি। এদিকে উয়েফার বর্ষসেরা পুরস্কারে বেনজেমার দুই প্রতিদ্বন্দ্বীদের একজন ডি ব্রুইনা গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন শুধু প্রিমিয়ার লিগ শিরোপা।
এদিকে রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস। এ পুরস্কার টানা দুইবার জিতলেন তিনি। গত মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বার্সেলোনা নারী দলের ট্রেবল জয়ে তার ছিল বড় অবদান। ১১ গোল করে তিনি ছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ স্কোরার। ঘরোয়া লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০