স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেটের জন্য উৎসবের এক রাত। পুরুষ ক্রিকেটে দাপট দেখানো ভারত নারী ক্রিকেটে কিছুটা পিছিয়ে ছিলো। গত রাতের আগ পর্যন্ত যে ছিলো না নারীদের বিশ্বকাপ। এবার সেই আক্ষেপ ঘুঁচেছে। প্রথমবারের মতো নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্মৃতি মান্দানার দল।
পুরুষ ক্রিকেটের মতো এবার ভারতীয় নারী ক্রিকেট দলেরও আছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। দিনে দিনে ভারতের নারী ক্রিকেট হয়ে উঠছে জনপ্রিয়। নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় নারী দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকা নারী দলকে কাঁদিয়ে প্রথমবারের মতো শিরোপা উৎসবে মেতেছে ভারত।
বিশ্বকাপ জয়ের পরপরই ভারত জুড়ে চলছে আনন্দ উৎসব। ভারত বর্ষ যেনো এক উৎসবের মঞ্চে। আগে দু‘বার ফাইনালে উঠেছিল ভারত। তবে জেতা হয়নি স্বপ্নের শিরোপা অবশেষে তৃতীয়বারের প্রচেষ্টায় এবার দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারত, গড়লো নতুন ইতিহাস।
নতুন (নবি) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক ইনিংস গড়ে তোলে ভারত। ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৯৮ রান। জবাব দিতে নেমে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। ব্যাট ও বল হাতে শেফালি বার্মা এবং দীপ্তি শর্মা হয়ে উঠলেন ফাইনালের নায়ক। ব্যাট হাতে ৮৭ রান করেছিলেন শেফালি। বল হাতে নেন ২ উইকেট। আর দীপ্তি শর্মা খেললেন ৫৮ বলে ৫৮ রানের ইনিংস, নিয়েছিলেন ৫ উইকেট। দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন শেফালির বার্মা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/.ডেস্ক/০০
































