নিজস্ব প্রতিবেদকঃ জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটব বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই দল ঘোষণা করেছে বিসিবি। তবে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে চমক। দেওয়া হয়েছে নতুন মুখ ও নতুন অধিনায়ক।
আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্রামে থাকবেন টি-টোয়েন্টিতে। যার ফলে তাকে দেখা যাবে না। শুধু মাহমুদউল্লাহই নয়, জিম্বাবুয়ে সফরে কোনো সিনিয়রদের ছাড়াই তারুণ্য নির্ভর টি-টোয়েন্টি দল দেওয়া হয়েছে।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মতোই বিশ্রামে থাকবেন মুশফিকুর রহিম। এর বাইরে সফর থেকে ছুটি নেওয়ায় নাম নেই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আর অবসরের জন্য নেই তামিম ইকবাল। সিনিয়রদের ছাড়াই তাই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল।
সিনিয়রদের না থাকার ভিড়ে, টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার যাবেন জিম্বাবুয়ে সফরে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। অপেক্ষায় জাতীয় দলের জার্সিতে অভিষেকের। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে এইচপির হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তরুণ এই ব্যাটার নিশ্চিতভাবেই চাইবেন সুযোগ পেলে নিজেকে কাজে লাগাতে।
এখন পর্যন্ত ক্যারিয়ারে ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইমন। ১২৩.৩৭ স্ট্রাইক রেটে করেছেন ৫৭০ রান। গড় ২৩.৭৫। এই ফরম্যাটে আছে ২ ফিফটি ও ১ সেঞ্চুরিও। আহামরী ক্যারিয়ার না হলেও আক্রমণাত্বক ব্যাটিংয়ের জন্য রয়েছে খ্যাতি।
এছাড়া টি-টোয়েন্টি দলে ফিরেছেন হাসান মাহমুদ। ইনজুরির ধকল কাটিয়ে দীর্ঘ সময় পর আবারও জাতীয় দলে ফিরলেন এই পেসার। শুধুমাত্র টি-টোয়েন্টি নয় ওয়ানডে দলেও ফিরেছেন। সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। এরপর আর সুযোগ মেলেনি। অবশেষে সেটি এসেছে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছেন ২২ বছর বয়সী এই পেসার। টি-টোয়েন্টিতে কোনো উইকেট না পেলেও, ওয়ানডেতে তিন ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্তও।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল
নুরুল হাসান সোহান, (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও পারভেজ হোসেন ইমন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা