প্রথমবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার শাহিন

0
58

স্পোর্টস ডেস্কঃ আইসিসি ওয়ানডের বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন শাহিন আফ্রিদি। ৫ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম শীর্ষে উঠলেন পাকিস্তানের এই পেসার। তার নামের পাশে রয়েছে ৬৭৩ রেটিং পয়েন্ট। চলতি বিশ্বকাপে খেলা সবশেষ তিন ম্যাচে- অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ৩টি করে উইকেট নেন তিনি। যার সুবাদে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন বাঁহাতি এই বোলার।

এদিকে শাহিনের শীর্ষে উঠায় জায়গা ছেড়ে দিতে হয়েছে অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজেলউডকে। তালিকার দুই নাম্বারে এখন তিনি। পরের অবস্থানে রয়েছেন ভারতের মোহাম্মদ সিরাজ। এদিকে শাহিন দারুণ পারফর্ম করে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করা ছাড়াও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পথে আছেন।

২৩ বছর বয়সী শাহিন বিশ্বকাপে অ্যাডাম জাম্পার সঙ্গে যৌথভাবে ১৬ উইকেট শিকার করে রয়েছেন সবার উপরে। ৭ ম্যাচে তিনি নিয়েছেন ১৬ উইকেট। এক ম্যাচ কম খেলে জাম্পার উইকেট ১৬টি। ৬৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে শাহিন।

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন তালিকার সবার ওপরে। তাঁর রেটিং পয়েন্ট ৮১৮। তাঁর চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে ভারতীয় ওপেনার শুবমান গিল। চলতি বিশ্বকাপে এখনো বড় ইনিংস খেলতে পারেননি গিল। ডেঙ্গু থেকে সেরে উঠে মাঠে ফিরে এখন পর্যন্ত ৪ ইনিংস খেলেছেন গিল। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি যথারীতি দখল করে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here