স্পোর্টস ডেস্কঃ উইম্বলডনের নারী এককের ফাইনালে তিন সেটের লড়াই শেষে চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভার হাতে উঠল শিরোপা। দ্বিতীয়বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলেন ২৮ বছর বয়সী এই চেক তারকা। ক্রেইচিকোভা এর আগে ২০২১ সালে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন।
তিন বছর আগে ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই বাজিমাত করেছিলেন ক্রেইচিকোভা; জিতেছিলেন ফরাসি ওপেনের শিরোপা। মাঝে আর কোনো মেজরের ফাইনালে উঠতে পারেননি চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়। পারলেন তিন বছর এক মাস পর, এবং শিরোপা মঞ্চে এসেই নিজেকে মেলে ধরলেন বিজয়ীর বেশে।
ফাইনালে প্রথম সেটটি জিতেন ক্রেইচিকোভা। ৬-২ গেমে জেতেন তিনি। এরপর দ্বিতীয় সেটটি ৬-২ গেমে জিতে আশা বাঁচিয়ে রাখেন ইয়াজমিনে পাওলিনি। কিন্তু শেষপর্যন্ত আর পারলেন না তিনি। ৩১তম বাছাই ক্রেইচিকোভা জিতে গেলেন ৬-২, ২-৬, ৬-৪ গেমে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অনুভূতি প্রকাশে এই মুহূর্তে কোনো ভাষা পাচ্ছি না, এককথায় অবিশ্বাস্য। অবশ্যই এটা আমার টেনিস ক্যারিয়ারের সেরা দিন এবং আমার জীবনেরও সেরা দিন। আমি ইয়াজমিনে ও তার দলকে অভিনন্দন জানাতে চাই, দারুণ দুটি সপ্তাহ কাটিয়েছে সে। দারুণ একটি ফাইনাল হলো, প্রতিটি পয়েন্টের জন্য আমরা লড়াই করলাম। শেষে আমি হলাম ভাগ্যবান।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post