স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ৮ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। রোববার ১৬৬ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে স্বাগতিকরা। ভারতের করা ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ রানের মাথায় বিশ্বি গুণারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে দারুণ জুটি গড়েন অধিনায়ক চামারি আতাপাত্তু ও হরশিথা সামারাউইকরামা। এই দুই জনের ব্যাট থেকে আসে ৮৭ রান।
৪৩ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে দীপ্তি শর্মার করা দ্বাদশ ওভারের শেষ বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন আতাপাত্তু। তিনি আউট হওয়ার পর হরশিতা ও কাভিশা দিলহারি ৪০ বলে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। হরশিতা ৬৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে ৮ বল আগে দলকে জেতান কাভিশা। ৬ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৬৯ রান করে ম্যাচসেরা হয়েছেন হরশিতা। কাভিশা ছক্কা মেরে জয় নিশ্চিত করেছেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন স্মৃতি মান্ধানা। ব্যক্তিগত ১০ রানে পরপর দুই বলে দুইবার জীবন পাওয়ার পর তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত দলীয় সর্বোচ্চ ৪৭ বলে ৬০ রান করেছেন তিনি। তাছাড়া ভারতের হয়ে ৩০ রান করেছেন রিচা ঘোষ ও ২৯ রান এসেছে জেমিমা রদ্রিগেজের ব্যাট থেকে। এদিকে মেয়েদের এশিয়া কাপের নবম আসরে এসে প্রথমবার শিরোপার স্বাদ পেল শ্রীলঙ্কা। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ভারতের বিপক্ষে চারটি ফাইনাল হেরেছে তারা। টুর্নামেন্টের সাতবারের চ্যাম্পিয়ন ভারত হারল দ্বিতীয় ফাইনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post