নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার ঘোষিত এই দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকির হাসান।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকা তাইজুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে ফেরানো হয়েছে ইয়াসির আলী রাব্বি ও বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে অভিষেক না হলেও দলে রয়েছেন তৌহিদ হৃদয়।
আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। ২০ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ও ২৩ মার্চ সিরিজের শেষ ম্যাচ খেলবে তামিম ইকবালের দল। এই সিরিজে অংশ নিতে রোববার সিলেট পৌঁছেছে আইরিশরা।
সিলেটে ওয়ানডের পর দু’দল লড়বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ২৭ মার্চ থেকে শুরু হবে ২০ ওভারের সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ মার্চ। এই সিরিজটি হবে চট্টগ্রামে। এরপর ৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। টেস্টের ভেন্যু মিরপুর।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও জাকির হাসান।
আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, ফিওন হ্যান্ড, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post