স্পোর্টস ডেস্কঃ বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে আয়ারল্যান্ড ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে এই সিরিজ খেলছেন বাবর আজম, শাহীন আফ্রিদিরা। তবে এরই মাঝে দুই দেশের ক্রিকেট বোর্ড নতুন সিরিজ নিয়ে বার্তা দিয়েছে। প্রথমবারের মতো পাকিস্তান সফরে খেলতে যাবে আইরিশরা।
ক্রিকেট আয়ারল্যান্ড আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলেও, কবে, কোন মাঠে, কখন হবে সিরিজটি, সেই ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়। তবে এই সফরটি আগামী বছর আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে। সফরে থাকতে পারে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। টেস্ট খেলার বিষয়টি সামনে আসলেও, সেটি হবে না বলেই ধরা হচ্ছে।
২০২২ সালে আয়ারল্যান্ড নারী দল পাকিস্তান সফরে গিয়েছিল। তবে এবারই প্রথমবার যাবে পুরুষ দল। একইসাথে পুনরায় দুই দেশের নারী দলের সিরিজ আয়োজন করা যায় কি-না সেই নিয়েও কথা হয়েছে। তবে চূড়ান্ত হয়নি কিছু।
পাকিস্তান সফর নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের ভাষ্য, ‘গভীর আলোচনার পর আগামী বছরের সফরের ব্যাপারে দুই বোর্ড সম্মত হয়েছে, ২০২২ সালের নারী দলের পাকিস্তান সফরের পর এটি আরেকটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post