স্পোর্টস ডেস্কঃ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের আগামী আসরের ড্রাফট হয়ে গেল অনলাইনে। শুক্রবার রাতে হওয়া ড্রাফটে একাধিক তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশের দুই ক্রিকেটার দল পেয়েছেন গ্লোবাল টি-টোয়েন্টিতে। অন্যদিকে সাকিব আল হাসান করেছেন দল বদল। এদিকে দল পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও।
রিশাদকে দলে টেনেছে টরন্টো ন্যাশনালস। মন্ট্রিয়াল টাইগার্স দলে ভিড়িয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। এদিকে সাকিব প্রথমবারের মতো বাংলা টাইগার্স মিসিসিগার হয়ে খেলবেন। এ তথ্য নিশ্চিত করে বাংলা টাইগার্স। এর আগে মন্ট্রিয়ালের জার্সিতে খেলেছিলেন সাকিব। সাইফউদ্দিন চোট কাটিয়ে গত বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার পর ডিপিএলে ফর্ম ধরে রেখে ফিরেছিলেন জাতীয় দলেও। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়ে ছিলেন বিশ্বকাপের বিবেচনাতেও। শেষ পর্যন্ত আর জায়গা মেলেনি তার। তবে এবার বিদেশী লিগে নিজেকে প্রমাণের একটা সুযোগ তার সামনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post