স্পোর্টস ডেস্কঃ প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা উগান্ডা পাত্তাই পেল না আফগানিস্তানের বিপক্ষে। মঙ্গলবার সকালে গায়ানায় আফগানরা ম্যাচ জিতেছে ১২৫ রানের বড় ব্যবধানে। বিশ্বকাপে এটি আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। তাদের সর্বোচ্চ রানের জয় এসেছে ২০২১ বিশ্বকাপে। স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানে জিতেছিল আফগানরা।
গায়ানায় টস হেরে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান সংগ্রহ পায় ১৮৩ রানের। জবাব দিতে নেমে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায় উগান্ডা। আফগান পেসার ফাজলহক ফারুকি নেন ৫ উইকেট। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানে অলআউট হওয়া দল উগান্ডা। এই তালিকায় সবার উপরে আছে নেদারল্যান্ডস। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৯ রানে গুঁটিয়ে গিয়েছিল ডাচরা। দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ডেও নাম ডাচদের। ২০২১ বিশ্বকাপে সেই শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ রানে শেষ হয়ে গিয়েছিল তারা। এই আসরে ৫৫ রানে অলআউট হয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ। আজ ৫৮ রানে ইনিংস শেষ করে এই তালিকায় চতুর্থ স্থানে আছে উগান্ডা।
আফগানদের করা ১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উগান্ডা। ফারুকির প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় ওভারেও উইকেট হারায় আফ্রিকার দেশটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এক পর্যায়ে ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে। ফলে মাত্র ৫৮ রানে থামে উগান্ডার ইনিংস। দলের হয়ে মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। তাতে ১২৫ রানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। বল হাতে ফারুকি ৪ ওভার বোলিং করে ৯ রানে ৫ উইকেট নেন। এছাড়াও নবীন-উল-হক ২ ওভারে ৪ রানে দুইটি এবং অধিনায়ক রশিদ খান ৪ ওভারে ১২ রানে ২টি উইকেট পেয়েছেন। বাকি উইকেটটি পেয়েছেন মুজিব উর রহমান। ৫ উইকেট নেওয়া ফারুকির বোলিং ফিগার টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ সেরা। ৮ রানে ৬ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের ওপেনিং জুটি থেকে আসে ১৫৪ রান। রহমানউল্লাহ গুরবাজ ৪৫ বলে ৪ চার ও সমান ছক্কার ৭৬ রানের ইনিংস খেলেন। অপরদিকে আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৪৬ বলে ৯ চার ও ১ ছক্কায় করেন ৭০ রান। এই জুটি ভাঙার পরই রানের চাকা ধীরগতির হয়ে যায়। এরপর আফগানিস্তানের কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। এমনকি উগান্ডার নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে দুই ওপেনার ছাড়া কেউ কোন বাউন্ডারি হাঁকাতে পারেনি। উগান্ডার হয়ে এদিন সকলের নজর কেড়েছেন কসমাস কিউউটা এবং ব্রায়ান মাসাবা। ৪ ওভার বোলিং করে ২৫ রানে ২ উইকেট নিয়েছেন পেসার কিউউটা। আর ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মাসাবা। এছাড়াও আলপেশ রামজানি ৩৩ রান খরচায় একটি উইকেট পেয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post