প্রথমবার বিশ্বকাপে খেলা নিয়ে রোমাঞ্চিত নুনেস

0
66

স্পোর্টস ডেস্কঃ নামের পাশে আছে দুই বিশ্বকাপের শিরোপা। অথচ আসন্ন কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপে ফেবারিটের তকমা নেই উরুগুয়ের। ১৯৩০ সালে একেবারে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। এরপর ১৯৫০ সালে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে দলটি। তবে কালের পরিক্রমায় আর শিরোপা জিততে পারলো না দলটি।

দিনে দিনে দলটিও খর্বশক্তির হয়েছে। যদিও ২০১০ বিশ্বকাপে সেমি ফাইনাল খেলেছিল তারা। তবে এবারের বিশ্বকাপে ফেবারিটের তকমা ছাড়াই খেলতে যাচ্ছে উরুগুয়ে। দলে লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের মতো ফুটবলাররা আছেন। বিশ্বকাপ খেলতে কাতারে যাওয়ার আগে এখন সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন করছে উরুগুয়ে।

সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দলের ফরোয়ার্ড ডরিন নুনেস। তিনি বিশ্বকাপ ফুটবলে নিজ দলের পরিকল্পনার কথা জানিয়েছেন। ২৩ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, বিশ্বকাপে ফেবারিট নন তারা সেটা জানেন। তবে শেষ পর্যন্ত লড়াই করবেন তারা। একইসাথে নিজের প্রথম বিশ্বকাপের কথাও স্মরণ করিয়ে দেন।

লিভারপুল তারকা নুনেস বলেন, ‘আমরা এখানে জেনেই এসেছি, যে আমরা ফেবারিট নই। তবে আমরা লড়াই করবো। চার বছর আগে টেলিভিশনে এই টুর্নামেন্ট দেখেছি। এখন সব তারকাদের সঙ্গে এখানে। এটি কেবলই শুরু।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here