স্পোর্টস ডেস্কঃ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। শুক্রবার হায়দ্রাবাদে ৮১ রানে জিতেছে তারা। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের হাফ-সেঞ্চুরিতে ২৮৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে নেদারল্যান্ডস ২০৫ রানে অলআউট হয়। ফলে ৮১ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের দল।
পাকিস্তানের জয়ের নায়ক শাকিল কয়েক মাস আগেও বিশ্বকাপের পরিকল্পনাতেও ছিলেন না! টেস্ট পারফরম্যান্সের সৌজন্যে তাঁকে ওয়ানডেতে ফেরায় দলটি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে খেলতে নেমে ৬ বলে করেন ৯ রান। এরপর এশিয়া কাপে খেলার সুযোগ হয়নি তাঁর।
বিশ্বকাপ দিয়ে শাকিল ফিরলেন পাকিস্তানের একাদশে, দিলেন সামর্থ্যের প্রমাণ। প্রথমবারের মতো ওয়ানডেতে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। মোহাম্মদ রিজওয়ান ও শাকিল- দুই জনে ১১৪ বলে গড়েন ১২০ রানের জুটি। স্কোর বোর্ডে পাকিস্তান পায় ২৮৬ রানের পুঁজি। সেই রান তাড়ায় ২০৫ রানের বেশি করতে পারে নি নেদারল্যান্ডস। বড় জয় পায় বাবর আজমের দল।
দলের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হওয়া শাকিল জানান তিনি বেশ আনন্দিত। শাকিল বলেন, ‘খুবই আনন্দিত। নিজের খেলার স্বাভাবিক ধরন ঠিক রেখে দলীয় সংগ্রহ বাড়াতে সব সময় ইতিবাচক ছিলাম। দ্রুত তিন উইকেট হারানোয় বেশ চাপে ছিল দল। তবে আমি সৌভাগ্যবান যে দ্রুত কিছু বাউন্ডারি পেয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post