নিজস্ব প্রতিবেদকঃ দেখতে দেখতে শেষের পথে বিপিএল। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট। রেকর্ড পঞ্চমবারের মতো আগেই ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ফরচুন বরিশালও।
আগামীকালের ফাইনালে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন বরিশালের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার ৪৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচের সেরা হন তিনি। অপেক্ষা এখন আরেকটি ফাইনালের এবং আরও একবার তার সামনে হাতছানি শিরোপার। যদিও কুমিল্লা ফাইনালে কখনও হারে না।
চারবার ফাইনাল খেলে প্রতিটিই জিতেছে কুমিল্লা। এবারও তারা কাগজ-কলমে আসরের সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ দল এবং প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আগেই। ক্রিকেটীয় শক্তির মতো মানসিকভাবেও তারা এগিয়ে থাকবে শুক্রবারের ফাইনালে। তবে মুশফিক শোনালেন আশার কথা। প্রথমবার বিপিএলের ট্রফিতে চুমু এঁকে দিতে চান কুমিল্লাকে প্রথম ফাইনাল হারের তেতো স্বাদ দিয়ে।
গত রাতে রংপুর হারিয়ে সংবাদ সম্মেলনে আগামীকালের ফাইনাল নিয়ে মুশফিক বলেন, ‘দেখা যাক, আমার তো ইচ্ছা আছে (প্রথমবার ট্রফি জয়ের)। সবারই তো ইচ্ছা থাকে, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। এত দূর এসেছি… চেষ্টা থাকবে যেন চ্যাম্পিয়নশিপটা নিতে পারি। কুমিল্লা কখনও হারেনি ফাইনালে। কে জানে, হয়তো এবারই প্রথম হারবে!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post