স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বুধবার লড়ছে লিওনেল স্কালোনির শিষ্যরা। আনহেল ডি মারিয়া-লিওনেল মেসির গোলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে প্রথমার্ধেই জোড়া গোল করেছেন ডি মারিয়া। বাকি দুই গোলের একটি করে করেছেন মেসি এবং হুলিয়ান আলভারেজ।
মেসির কাছ থেকে বল পেয়ে খেলার ১৮তম মিনিটেই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলভারেজ। ডি-বক্সের মধ্যভাগ থেকে ডান পায়ের দুর্দান্ত এক শটে বল জড়ান তিনি। ২৫তম মিনিটে ডিফেন্ডার এবং গোলরক্ষককে কাটিয়ে বাম পায়ের আলতো ছোঁয়ায় বল জালে জড়ান ডি মারিয়া।
৩৬তম মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন এই জুভেন্টাস তারকা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে বল পেয়ে গোল করেন তিনি। ৪৪ মিনিটে গোল করেন মেসি। ডি মারিয়ার পাস থেকে বল পান তিনি। বক্সের ভেতরে বলটি নিয়ে গিয়ে ডান পায়ের শট নেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০