প্রথমার্ধে এগিয়ে থাকা আর্জেন্টিনার অফসাইড গোলের হ্যাটট্রিক

0
73

স্পোর্টস ডেস্কঃ লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অফসাইড গোলের হ্যাটট্রিক আর্জেন্টিনার। সৌদি আরবের বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পর তিন গোল বাতিল হয়েছে লিওনেল স্কালোনির দলের।

মঙ্গলবার ম্যাচের ৮ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসকে আটকাতে গিয়ে বক্সে তাঁকে ফেলে দেন সৌদি ডিফেন্ডার আল বুলাইয়াহি। ভিএআর প্রযুক্তির মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। স্পটকিক থেকে মেসি গোল আদায় করে নেন। তার নিখুঁত শটের দিকই খোঁজে পান নি সৌদি গোলকিপার ওয়াইজ।

এগিয়ে যাওয়ার পর ম্যাচের ২২ মিনিটে মেসি আরবের দেশটির জালে বল পাঠালে তা অফসাইড হয়। এরপর লাউতারো মার্টিনেজ ম্যাচের ২৭ মিনিটে জালে বল পাঠিয়ে উদযাপন করলেও ভিএআর চেক করে তা অফ সাইডে বাতিল করে দেওয়া হয়। এরপর ৩৩ মিনিটে ইন্টার মিলানের এই ফরোয়ার্ড অফসাইড থেকে তৃতীয়বারের মতো জালে বল পাঠান।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস, আলেহান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও আনহেল ডি মারিয়া।

সৌদি আরবের একাদশ: আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তামবাক্তি, আল-বুলাইহি, আল-শাহরানী, কান্নো, আল-মালকি, আল-শেহরি, আল-ফারাজ, আল বুরাইকান, আল-দাওসারী।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here