স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ১ গোল হজম করেছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।
লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ফুটবলের নাম্বার ওয়ান আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর আনহেল ডি মারিয়া, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার এবং লাউতারো মার্টিনেজের গোল নিশ্চিত করেছে আর্জেন্টিনার জয়। ৩-১ গোলের এই জয় দিয়ে বছরের প্রথম আন্তর্জাতিক সূচি শেষ করেছে স্কালোনির শিষ্যরা।
ম্যাচের ৫২ মিনিটে ডি-বক্সের কিছুটা বাইরে ম্যাক অ্যালিস্তারকে ফাউল করে কোস্টারিকার ফুটবলার। সেখান থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন আনহেল ডি মারিয়া। তার চার মিনিট (৫৬তম) পরই কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন ম্যাক অ্যালিস্তার।
দ্বিতীয়ার্ধে নিজেরা যে বিশ্বচ্যাম্পিয়ন ও অদম্য সেটিই জাহির করে আর্জেন্টিনা। একের পর এক গোল করে কোস্টারিকার জাল ছিন্নভিন্ন করে ডি মারিয়া, ম্যাক অ্যালিস্তার ও লাউতারো মার্টিনেজ। ৫২ মিনিটে ফ্রি কিক থেকে চোখধাঁধানো শটে গোল করে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফেরান ডি মারিয়া। এর ৪ মিনিট পর ম্যাক অ্যালিস্তারের গোল। এই গোলটি ছিল নাটকীয়। দুইজনের হেডের পর শেষ হেড দিয়ে গোল করেন অ্যালিস্তার। কোস্টারিকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মার্টিনেজ। ৭৭ মিনিটে রদ্রিগো ডি পলের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে গোল করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post