প্রথম ইনিংসে পিছিয়ে পড়লো বাংলাদেশ

    0
    18

    স্পোর্টস ডেস্ক: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। স্পিন স্বর্গ উইকেটে লিড নেওয়া হয়নি স্বাগতিকদের। উল্টো ৪৫ রানে পিছিয়ে থেকেই ২৪৮ রানে অল আউট হয়েছে বাংলাদেশ।

    ২২১ রানে গতকাল শুক্রবার দিন শেষ করেছিলো বাংলাদেশ। উইকেট হারিয়ে ছিলো ৫টি। আজ শনিবার সকালে ২৪৮ রান করতেই সবক’টি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

    গতকাল দ্বিতীয় দিন শেষে সাকিব আল হাসান ৩১ রানে অপরাজিত ছিলেন। অপর প্রান্তে ছিলেন শফিউল ইসলাম। শফিউলকে ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে গতকাল শুক্রবার মাঠে নামিয়ে ছিলো টিম ম্যানেজম্যান্ট।

    স্পিন স্বর্গ উইকেটে স্পিন দিয়েই বাংলাদেশকে অল আউট করেছেন অ্যালিস্টার কুকু। চার জন স্পিনারকে তিনি ব্যবহার করেন বাংলাদেশকে অলআউট করতে।

    শনিবার  দিনের শুরুতে প্রথম ওভারেই বিদায় নেন সাকিব। মঈন আলীর করা ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট থেকে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন সাকিব। আর তাতেই বেয়ারস্টোর কাছে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন বিদায় নেন তিনি। আউট হওয়ার আগে ৬২ বলে তিনটি চারে ৩১ রান।

    সাকিবের বিদায়ের পর সাজঘরে ফেরেন শফিউল। আদিল রশিদের বলে বিগ শট নিতে গিয়ে স্টুয়ার্ট ব্রডের হাতে মিডঅনে ক্যাচ তুলে দেন ২৯ বলে ২ রান করা শফিউল। সাব্বির-মেহেদির দিকে বাংলাদেশ তাকিয়ে থাকলেও শফিউলের বিদায়ের কিছু পরেই মেহেদি স্টোকসের বলে এলবির ফাঁদে পড়ে ব্যক্তিগত ১ রান করে সাজঘরে ফেরেন। ২৩৯ রানের মাথায় স্বাগতিকদের অষ্টম উইকেটের পতন ঘটে।

    এরপর স্লিপে দাঁড়ানো অ্যালিস্টার কুকের দুর্দান্ত এক ক্যাচে ফিরতে হয় সাব্বিরকে। স্টোকসের বলে আউট হওয়ার আগে সাব্বির ৩২ বল মোকাবেলা করে তিনটি বাউন্ডারিতে ১৯ রান করেন। একই ওভারে বিদায় নেন শূন্য রানে বোল্ড হওয়া কামরুল ইসলাম রাব্বি। তাইজুল ৩ রানে অপরাজিত থাকেন।

    তামিম ইকবাল ৭৮ রান করেন। মুশফিকুর রহিম ৭৭ বলে ৪৮ রান করে ওভারে বেন স্টোকসের বলে জনি বেয়ারস্টোর গ্লাভসে ধরা পড়েন। ইমরুল কায়েসকে (২১) ক্লিন বোল্ড করার পর মুমিনুল হককে (০) বেন স্টোকসের ক্যাচে পরিণত করেন এ ডানহাতি অফস্পিনার মঈন আলী। দলীয় ২৯ রানেই দুই উইকেট হারায় টাইগাররা।

    তৃতীয় উইকেট জুটিতে ৯০ রান তুলে প্রাথমিক ধাক্কা সামাল দেন তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৪তম ওভারে ১১৯ রানের মাথায় আদিল রশিদের বলে জো রুটের হাতে ধরা পড়েন মাহমুদউল্লাহ (৩৮)। পরে মুশফিকের সঙ্গে ৪৪ রানের পার্টনারশিপ গড়েন তামিম। কিন্তু টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন দেশসেরা এ ওপেনার। ১৬৩ রানের মাথায় শতক থেকে ২২ রান দূরে থাকতে আউট হন। অফস্পিনার গ্যারেথ বেটির করা ৫৫তম ওভারের চতুর্থ বলটি তার ব্যাট ছুঁয়ে জনি বেয়ারস্টোর গ্লাভসে আটকা পড়ে।

    ইংলিশদের হয়ে বেন স্টোকস চারটি উইকেট দখল করেন। তিনটি উইকেট পান মঈন আলী আর দুটি উইকেট নেন আদিল রশিদ। একটি উইকেট নেন গ্যারেথ ব্যাটি।

    এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। টেস্ট অভিষেকেই মিরাজের স্পিন ঘূর্ণিতে কোণঠাসা হয়ে পড়ে ইংলিশ ব্যাটিং লাইনআপ। প্রথমদিন শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ২৫৮। দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে ২৯৩ রানে অলআউট হয় ইংলিশরা।

    স্বাগতিকদের হয়ে মিরাজ ৫টি উইকেট, সাকিব নেন দুটি উইকেট আর বাকি দুটি তুলে নেন তাইজুল ইসলাম।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here