স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ইডেন টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩শ১৬ রানের জবাবে সফরকারী কিউরা করতে পেরেছে ২শ৪ রান। প্রথম ইনিংসে ১শ১২ রানে এগিয়ে আছে স্বাগতিক ভারত।
শনিবার ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে নিউজিল্যান্ড বিপাকে পড়ে। ভারতের চেয়ে ১১২ রানে পিছিয়ে থেকেই নিজেদের প্রথম ইনিংস শেষ করে সফরকারীরা।
ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমারের ১৫ ওভারেই নাজেহাল হয় নিউজিল্যান্ড। ৪৮ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। কম যাননি মোহাম্মদ শামিও। তাঁর সংগ্রহ ৩ উইকেট।
তৃতীয় দিন সকালে নিউজিল্যান্ডের ত্রাণকর্তা হয়ে ছিলেন জিতেন প্যাটেল। তিনি ৪৭ রানের ইনিংসটি না খেললে দলকে হয়তো আর বড় লজ্জারই মুখোমুখি হতে হতো। জিতানের পাশাপাশি রস টেলর ও লুক রনকির ৩০-এর ঘরে দুটো স্কোর নিউজিল্যান্ডকে ২০০ পেরোতে সহায়তা করেছে। তৃতীয় দিন বিকেলেই ১২৮ রানে ৭ উইকেট পড়ে যাওয়া দলটি যে শেষ অবধি ২০৪ পর্যন্ত গেছে, এটাকেই বড় সাফল্য বলতে হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০