প্রথম ইনিংসে পিছিয়ে পড়া সিলেট অলআউট ১শ৭৫ রানে

0
75

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগে স্বাগতিক রাজশাহীর কাছে সিলেট প্রথম ইনিংসে পিছিয়ে পড়েছে ২৪ রানে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিলেট মাত্র ৫৬ ওভারে মাত্র ১শ৭৫ রানে। প্রথম ইনিংসে রাজশাহী করে ছিলো ১শ৯৯ রান।

চার দিনের ম্যাচের তৃতীয় দিন সিলেট শেষ করেছিলো ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে। আজ বুধবার চতুর্থ দিন শুরু করে ৫ উইকেটে ১শ১৮ রান যোগ করে অলআউট হয়।

রোববার রাজশাহীর সৈয়দ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু হওয়া চার দিনের ম্যাচটিতে প্রথম ইনিংসে রাজশাহীকে অল্পতেই আটকে দেন সিলেটের বোলাররা।

সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহী মাত্র ১শ৯৯ রানেই অল আউট হয়ে যায়।

টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহী প্রথম দিন ২ দুই উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান তুলে। দ্বিতীয় দিনের সম্পূর্ণ খেলা বৃষ্টিতে ভেসে যায়।

মঙ্গলবার তৃতীয় দিনে লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে রাজশাহী দল। সিলেটের বোলার রাহী ও অভিষিক্ত শাহানুরের বোলিং কারিশমায় তৃতীয় দিনে  ১শ ৯৯ রানেই থামে তাদের ইনিংস। রাজশাহীর ফরহাদ সর্বোচ্ছ ৪৬ রান, জুনায়েদ ৪৫ রান করেন। জহিরুল ইসলাম ২৯ রানে অপরাজিত থাকেন।

সিলেটের হয়ে আবু জায়েদ চৌধুরী রাহী ৫টি, শাহানুল রহমান ৩টি, ইবাদত হোসেন ও রাহাতুল ফেরদৌস  ১টি করে উইকেট লাভ করেছেন।

রাজশাহীর ১শ ৯৯ রানের জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে সিলেট ১শ৭৫ রান করে অলআউট হয়।  সিলেটের ওপেনার তান্না ৫৬ বলে ২৫, দলপতি অলক কাপালী ৫৬ বলে ৩৪, রুমান আহমদ ৬৩ বলে ৪৪, অভিষিক্ত শাহনুর ৫৭ বলে ২৮, শানাজ ১৩ বলে ১০ রান, জাকির ৭, রাজিন সালেহ ৫, রাহাতুল ফেরদৌস ৬ রান করে আউট হয়েছেন।

রাজশাহীর হয়ে মুক্তার আলী ১৬ ওভারের ৫ মেডেন ৫২ রানে ৩টি উইকেট, ফরহাদ রেজা ১৩ ওভারে ২ মেডেনে ৪৬ রানে ৩টি,  সজিব ১০ ওভারে ৩ মেডেনে ৩২ রানে ২টি টি পান।

দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিয়ে নেমেছে রাজশাহী। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ তিন বলে চার রান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here