স্পোর্টস ডেস্কঃ সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। জিম্বাবুয়ে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে। প্রথম বলেই মোসাদ্দেক হোসেন সৈকতের বলে আউট হয়েছেন স্বাগতিকদের ওপেনার রেগিস চাকাভা। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নিয়েছেন নুরুল হাসান। টি-টোয়েন্টিতে এ নিয়ে সপ্তম বার প্রথম বলেই উইকেট পেল বাংলাদেশ।
এরপর ফিরেছেন ওয়েলসে মাধভেরেও। প্রথম ওভারে মাত্র ৫ রান করতেই ২ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। জোড়া শিকার করেছেন স্পিনার মোসাদ্দেক। অফ স্টাম্পের বেশ বাইরে বল ব্যাট চালালেন ব্যাটসম্যান মাধেভেরে। ব্যাটে বলে করেছিলেন, তবে সোজা ক্যাচ গেছে কাভারে। ক্যাচ নেন মেহেদি হাসান। বোলিংয়ে স্বপ্নের মতো শুরু পেয়েছে বাংলাদেশ! নিজের পরের ওভারে আরেক উইকেট পেয়েছেন মোসাদ্দেক।
এবার জিম্বাবুয়ের অধিনায়ক ফিরেছেন স্লিপে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে। ক্রেইগ আরভিন রিভার্স সুইপ করতে চেয়েছিলেন। তবে টাইমিং করতে পারেননি। গ্লাভসে লেগে বল গেছে স্লিপে, যেখানে বেশ ভালো ক্যাচ নিয়েছেন লিটন দাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০