নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে বুধবার থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আর সেই ম্যাচে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা ছিল। কেননা পুরোনো কোমড়ের চোটে ভুগছেন তিনি। পুরোপুরি ফিট কিনা, সেই প্রশ্ন উঠছিল।
তবে তামিম নিজে জানিয়েছেন, পুরোপুরি ফিট না হলেও শরীর ভালো আছে। আর তিনি প্রথম ওয়ানডেতে খেলবেন। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম নিশ্চিত করেছেন বিষয়টি।
তামিম বলেন, ‘আগের থেকে ভালো (শরীর)। কিন্তু এটা বলব না পুরোপুরি শতভাগ (ফিট আছি)। কালকে খেলার পর আরও ভালো বুঝতে পারব, কী অবস্থা…! তবে আমি আগামীকালকের ম্যাচে খেলব (প্রথম ওয়ানডেতে)।’
পুরোনো চোটের কারণে শেষ মূহুর্তে এসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করেছিলেন তামিম। ওয়ানডে সিরিজ শুরুর আগেও একই শঙ্কা জেগে বসেছিল। খেলতে পারবেন কি না, সেই নিয়ে সন্দিহান অবস্থা ছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত সিরিজের শুরুতে খেলতে যাচ্ছেন তামিম।
উল্লেখ্য, আগামীকাল ৫ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post