নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে একের পর এক শঙ্কার মেঘ। বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেটে এসে পৌঁছায় বাংলাদেশ দল। কিন্তু এদিনই দুঃসংবাদ শুনতে হয়। সিলেটে পৌঁছেই দুপুর ২টায় ঐচ্ছিক অনুশীলনের দিনে হাতে চোট পান জাকির হাসান। বুড়ো আঙ্গুলের আঘাতে সিরিজ থেকেই ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার।
জাকিরের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে রনি তালুকদারকে। ২৪ ঘন্টা না পেরোতেই এই সিরিজকে সামনে রেখে ম্যাচের আগের দিন শুক্রবার প্রথমবার দলগত অনুশীলন সারে বাংলাদেশ। তবে সকাল ১০টায় শুরু হওয়া অনুশীলনেও দুঃসংবাদ। গা-গরমের ফুটবল খেলতে গিয়ে মুখে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মেহেদী হাসান মিরাজ। হাসপাতালে যেতে হয়, স্ক্যান করতে হয়। যদিও শঙ্কামুক্ত বলেই জানা গেছে।
তবে দেখা দিয়েছে নতুন শঙ্কা। সিরিজের প্রথম ওয়ানডেতে নাও দেখা যেতে পারে অধিনায়ক তামিম ইকবালকে। মূলত জ্বরে ভুগছেন তামিম। এই বাঁহাতি ওপেনার স্বাস্থ্যগত সমস্যায়ই নতুন শঙ্কার কারণ। যদিও সেরে উঠার প্রক্রিয়ায় আছেন। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, খেলার মতো অবস্থাতে থাকলেই খেলবেন তামিম।
সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘তামিমের ফিটনেস নয়, স্বাস্থ্যজনিত একটু চিন্তা আছে। আমার মনে হয় ভাইরাসজনিত কিছু হয়েছে। সে আজ কিছুসময় ব্যাটিং ও ফিল্ডিং করবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব।’
সংবাদ সম্মেলন শেষে হাথুরুসিংহে যখন ফিরে গেছেন মাঠে, অনুশীলন করেন তামিমও। সেখানে বেশ সাবলীলই দেখা গেছে। আক্রমণাত্বক ব্যাটিংয়ের প্রস্তুতি সেরেছেন। মাঝে মধ্যে ভুল হলে, প্রধান কোচ হাথুরুসিংহের সাথে আলাপ করে নেন।
উল্লেখ্য, শনিবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সেই ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post