স্পোর্টস ডেস্কঃ লম্বা সময় ধরে ছন্দে না থাকায় নিয়মিতই সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিরাট কোহলিকে। সম্প্রতি তাকে দল থেকে বাদ দেয়ার কথাও উঠছে। তবে দল থেকে বাদ না পড়লেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অনিশ্চিত তিনি।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজ। লন্ডনের কেনিংটন ওভালে প্রথম ওয়ানডে অনিশ্চিত থাকছেন কোহলি। মূলত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হালকা চোট পেয়েছিলেন তিনি। ফলে বিকেলের ম্যাচে বিশ্রামে থাকবেন তিনি।
বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘আপাততদৃষ্টিতে কোহলির চোট গুরুতর নয়। মেডিকেল দল পর্যবেক্ষণ করছে। তার স্ক্যান করানো হয়েছে, স্ক্যানের রিপোর্টের ওপর নির্ভর করছে তার খেলা।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকী দু’টি অনুষ্ঠিত হবে বৃহস্পতি ও রোববার। ম্যাচ দু’টি হবে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০