স্পোর্টস ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার মাঠে নামার সুযোগ পেলেন ঋষভ পন্ত। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ভারত একাদশে নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটারকে। দীনেশ কার্তিকের বদলে সুযোগ পেলেন তিনি।
মেলবোর্নে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। একাদশে রোহিত শর্মারা এনেছে পরিবর্তন। সবশেষ বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক। তার জায়গায় সুযোগ পেয়েছেন ঋষভ পন্ত। চলতি বিশ্বকাপে এই প্রথমবার মাঠে নামছেন এই উইকেটকিপার ব্যাটার।
এদিকে জিম্বাবুয়ের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। নিয়মরক্ষার ভারত ম্যাচে তাদের একাদশে এসেছে দুই পরিবর্তন। মাসাকাদজা ও টনি সুযোগ পেয়েছেন। লুক জঙ্গে ও মিল্টন শুম্বা বাদ পড়েছেন।
জিম্বাবুয়ের একাদশঃ ওয়েসলি মাধেভেরে, ক্রেগ অ্যারভিন, রেগিস চাকাভা, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, টনি মুনিয়ঙ্গা, রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নগারাভা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।
ভারতের একাদশঃ লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও অর্শদীপ সিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০