প্রথম চ্যাম্পিয়ন একমি চট্টগ্রাম

0
118

স্পোর্টস ডেস্কঃ দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগের শিরোপা জিতে নিয়েছে একমি চট্টগ্রাম। বৃহস্পতিবার রাতে নাটুকে ফাইনালের টাইব্রেকারে মোনার্ক পদ্মাকে ৪-৩ গোলে হারিয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোমাঞ্চকর এই ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলের সমতায় শেষ হয়েছিল।

ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানি খেলোয়াড় মিয়া তানিমিতসুর গোলে এগিয়ে যায় পদ্মা। ৪৩ মিনিটে ফিল্ড গোল করে ম্যাচে সমতায় ফেরে চট্টগ্রাম। স্কোর বোর্ডে নাম ওঠান আরশাদ হোসেন।

তৃতীয় কোয়ার্টারে ৪৫ মিনিটে আবার লিড নেয় পদ্মা। কৃষ্ণ কুমারের অ্যাসিস্টে গোলটি করেন ভারতের সাইফ খান। এরপর ম্যাচের ৫৮ মিনিটে আরশাদ হোসেনের গোলে ২-২ গোলে সমতায় ফেরে চট্টগ্রাম। টাইব্রেকারে শেষ পর্যন্ত তারাই জিতেছে শিরোপা।

টাইব্রেকারে পির ফেনরিক, ফরহাদ, দেভিন্দার, কেলারম্যান চট্টগ্রামের হয়ে গোল পান। আর পদ্মার সিও, কে চিংলেসামা আর কাইরান গ্লোভাস গোল করলেও নাঈম উদ্দিন ও কৃষ্ণ কুমার মিস করেন। তাদের মিসেই ডোবে পদ্মা। শিরোপা উৎসবে ভাসানী স্টেডিয়াম মাতিয়ে তোলে চট্টগ্রাম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here