স্পোর্টস ডেস্কঃ লুটন টাউনের বিপক্ষে অনায়াস জয় পেয়েছে চেলসি। গত রাতে পাওয়া জয়টি মৌসুমে ব্লুজদের প্রথম। এর আগে লিভারপুলের বিপক্ষে ড্র করে নতুন মৌসুম শুরু করে মাওরিসিও পচেত্তিনোর দল। এরপর তারা হেরে যায় ওয়েস্ট হ্যামের কাছে। গত রোববার প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে হেরে যাওয়া দলটি লুটনকে দিয়েছে ৩ গোল।
লুটনের বিপক্ষে দুর্দান্ত খেলেন রাহিম স্টার্লিং। ম্যানচেস্টার সিটি থেকে গত মৌসুমে স্টামফোর্ড ব্রিজের দলটিতে আসা এই ২৮ বছর বয়সী ফরোয়ার্ড প্রথমার্ধে করেন জোড়া গোল। এরপর দলের তৃতীয় গোলেও অবদান রাখেন তিনি। ম্যাচ শেষে কোচ পচেত্তিনো প্রসংশায় ভাসিয়েছেন স্টার্লিংকে। আর্জেন্টাইন এই কোচ জানান, স্টার্লিংয়ের খেলার ধরনে তিনি খুশি।
পচেত্তিনো বলেন, ‘সে (স্টার্লিং) দলের জন্য যেভাবে অবদান রাখতে চায় তার নিবেদন, কাজের ধরন ও গুণাবলী দিয়ে, তাতে এই পারফরম্যান্সের পুরো কৃতিত্ব তাকেই দিতে হবে। আমি তার জন্য খুব খুশি। সে আমাকে বলেছিল যে গত মৌসুমটা তার জন্য কঠিন ছিল, তবে খেলোয়াড় খুশি থাকলে আমি খুব খুশি হই। আর যখন আক্রমণভাগের একজন খেলোয়াড় গোল বা অ্যাসিস্ট করতে পারে, তখন তা আমাদের জন্য সেরা অনুভূতি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০