প্রথম জয়ের দেখা পেল স্পেন

0
15

স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগে সময়টা ভালো যাচ্ছিল না স্পেনের। পর্তুগালের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরুর পর, তুলনামূলক দুর্বল দল চেক রিপাবলিকের বিপক্ষেও ড্র দেখে দলটি। অবশেষে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের গেরোখাতা খুলল স্পেন।

সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি আসে মাত্র ১৩ মিনিটের মাথায়। মিডফিল্ডার পাবলো সারাবিয়ার গোলে জয়ের দেখা পায় স্পেন। যদিও গোল অফসাইডে কিনা এই নিয়ে প্রশ্ন রয়েছে। টিভি রিপ্লেতে স্পষ্টতই দেখা যায় সারাবিয়ার বুট জুতা অফসাইডে আছে। তবে ভিআরএরে দেখেও গোলের সিদ্ধান্তই দেন ম্যাচ রেফারি।

পুরো ম্যাচে একচেটিয়া দাপট দেখায় লুইস এনরিকের শিষ্যরা। তবে একটির বেশি গোল করতে পারেনি দলটি। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে সব মিলিয়ে ৭টি শট নেয় স্পেন। যার মধ্যে ৩টি রাখতে পারে অন টার্গেটে। অপরদিকে ৩৪ শতাংশ বল দখলে রাখা সুইজারল্যান্ড সব মিলিয়ে ৭টি শট নিয়ে ১টি অন টার্গেটে রাখতে পারে।

১-০ গোলের এই জয়ের পর নেশন্স লিগের, লিগ-এ’র গ্রুপ ‘দুইয়ে’ ৩ ম্যাচে এক জয় ও দুই ড্র’তে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে স্পেন। অপরদিকে টানা তিন হারে কোনো পয়েন্ট না পেয়ে সবার তলানিতে চার নম্বরে আছে সুইজারল্যান্ড।

এই গ্রুপে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্র’তে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে পর্তুগাল। আর সমান ম্যাচে একটি করে জয়, হার ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান চেক রিপাবলিক।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here