স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ দল। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল। মঙ্গলবার রাত ৯টায় শুরু হবে এই ম্যাচ। সরাসরি খেলা দেখা যাবে নাগরিক টিভিতে।
সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। যেখানে নেই ওপেনার তানজিদ হাসান তামিমের নাম। তবে ফর্মে না থেকেও আছেন লিটন দাস। চোটে থাকা তাসকিন আহমেদ খেলছেন না। দুই বাঁহাতি পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তারা হলেন- মুস্তাফিজুর রহমান আর শরিফুল ইসলাম। স্পিন আক্রমণে শেখ মেহেদীর সঙ্গে রিশাদ হোসেন রয়েছেন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র একাদশ: মোনাক পাটেল, অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গিউস, কোরি অ্যান্ডারসন, মোহাম্মদ আলী খান, হারমীত সিং, জাসদ্বীপ সিং, নিতিশ কুমার, নসতুশ কেনজিগে, সৌরভ নেটরাভালকার ও স্টিভেন টেইলর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post