স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করছে বাংলাদেশ। রভম্যান পাওয়েল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
তিন ম্যাচর টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি আজ অনুষ্টিত হচ্ছে। দীর্ঘ দিন পর বাংলাদেশ একাদশে ফিরেছেন শামীম হোসেন। ২০২৩ সালের পর প্রথমবার মাঠে নেমেছেন এই ব্যাটসম্যান। টাইগার একাদশে সুযোগ পেয়েছেন তিন পেসার, দুই স্পিনার।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
রোভমান পাওয়ের (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, আকিল হোসেন, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০