প্রথম টেস্টের দল ঘোষণা, মিরাজসহ নতুন চার জন

    0
    35

    স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরিতে থাকায় দলে নেই মুস্তাফিজুর রহমান।

    টেস্ট দলের বোলিং নিয়ে হিমশিম খেয়েছেন নির্বাচকরা। দলে এসেছেন একঝাঁক নতুন ক্রিকেটার। টেস্ট দল গঠন নিয়ে হিমশিম খাওয়া বাংলাদেশ এবার কোন ব্যাতিক্রম ঘটে নি।

    দলে জায়গা পেয়েছেন টেস্ট অভিষকের অপেক্ষায় থাকা ৪ জন ক্রিকেটার। তাদের মধ্যে সাব্বির রহমান দেশের জার্সি গায়ে অন্যফরমেটে অভিষেক হলেও অপেক্ষা ছিল টেস্টের। তার সাথে যোগ দিয়েছেন পেসার রাব্বি, অলরাউন্ডার মিরাজ এবং উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

    অবধারিত ভাবেই বরাবরের মতো এই সিরিজে টেস্ট ক্যাপ পাচ্ছেন নতুন এক অথবা দুইজন খেলোয়াড়। যা গত কয়েক বছর ধরে নিয়মে পরিণত হয়েছে।

    প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here