প্রথম টেস্টে বৃহস্পতিবার যেমন হচ্ছে বাংলাদেশের একাদশ…

0
0

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট একাদশ কেমন হয় তা নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে প্রাথমিক দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় সুযোগ পাওয়ায় একাদশে থাকতে পারে নানা চমক।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকালেই মাঠে নামবে বাংলাদেশ-ইংল্যান্ড।

দীর্ঘ ১৪ মাস পর টেস্ট খেলতে নামা বাংলাদেশের জন্য আগামীকালের ম্যাচটি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ম্যাচে অভিষেক হতে পারে অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের।

প্রথম টেস্টে বাংলাদেশের পেস আক্রমণটা অনেকটাই দুর্বল। অভিজ্ঞ কেউ নেই পেস আক্রমণে। টাইগারদের পেস আক্রমণের নেতৃত্ব দিবেন শফিউল ইসলাম। সঙ্গে থাকতে পারেন অভিষেখের অপেক্ষায় থাকা রাব্বি।

ব্যাটিংয়ে ওপেনিং করবেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। মিডল অর্ডারে থাকবেন সাকিব আল হাসান, অধিনায়ক মুশফিকুর রহিম।

প্রথম টেস্টের জন্য সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here