প্রথম টেস্টে ৮ ভূল সিদ্ধান্ত দেওয়া ধর্মসেনা দ্বিতীয় টেস্টেও মাঠের আম্পায়ার

0
21

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা ক্যারিয়ার এক লজ্জা জনক রেকর্ডই করেছে ইংল্যান্ড-বাংলাদেশের প্রথম টেস্ট চট্টগ্রামে। তিনি এই টেস্টে ৮টি ভূল সিদ্ধান্ত দিয়েছেন। তারপরও দ্বিতীয় টেস্টে ঢাকায় তিনি মাঠের আম্পায়ারের দায়িত্ব পারন করবেন।

মিরপুরে মাঠে ধর্মসেনার সঙ্গী হবেন প্রথম টেস্টের থার্ড আম্পায়ার সুন্দরম রবি। আরেক আম্পায়ার ক্রিস গ্যাফানিকে দেখা যাবে থার্ড আম্পায়ারের ভূমিকায়।

চট্টগ্রামে প্রথম টেস্টের শুরু থেকেই ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ও আম্পায়ারিং নিয়ে বিতর্ক চলে আসছে। চট্টগ্রাম টেস্টে মোট ২৬ বার রিভিউ নিয়েছে দু’দল। এক টেস্টে সর্বোচ্চ রিভিউ নেয়ার রেকর্ড এটি।

২৬টি রিভিউর মধ্যে  ১৬ বার রিভিউ নেয়া হয়েছে শ্রীলংকান আম্পায়ার কুমার ধর্মসেনার সিদ্ধান্তের বিপক্ষে। ধর্মসেনার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে আটবার। এক টেস্টে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত দেয়ার লজ্জার রেকর্ডই গড়ে ফেলেছেন শ্রীলঙ্কার হয়ে ৩১ টেস্ট ও ১৪১ ওয়ানডে খেলা সাবেক এই ডানহাতি অলরাউন্ডারকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here