নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। টি-টোয়েন্টির পর এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। একাদশে নেই মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন।
বিপিএলে এবার ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিনি পেয়েছেন পাঁচ অর্ধশতকের দেখা। ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান শিকারি। ১২ ইনিংসে ব্যাট করে তিনি করেছেন ৪০৩ রান। ৩৬.৬৪ গড়ের সঙ্গে স্ট্রাইক রেট ১৪০.৪২। যা চোখ কপালে তুলে। ৪৩ চারের পাশাপাশি মেরেছেন ১৩টি ছক্কা। দ্যুতি ছড়িয়ে জায়গা করে নেন ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এবার সুযোগ পেলেন ওয়ানডে একাদশে।
এছাড়া একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরি ও নাসুম আহমেদ। সবশেষ ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিনকে। স্কোয়াডেই ছিলেন না ইয়াসির ও নাসুম।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হিউম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post