প্রথম দেখায় তুর্কমেনিস্তানকে উড়িয়ে শুরু বাংলাদেশের

0
51

স্পোর্টস ডেস্ক:: তুর্কমেনিস্তানের বিপক্ষে কখনো খেলা হয়নি বাংলাদেশের। অচেনা সেই প্রতিপক্ষকে পেয়েই জ্বলে উঠলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ মহিলা দল। এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অচেনা তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা।

শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের মেয়েদেরকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে বাংলাদেশের মেয়েরা। মেয়েদের ফুটবলে সাফল্য ভাসছে দেশ। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলো মেয়েরা।

প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের তিন গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়। দ্বিতীয়ার্ধে দশ মিনিটে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায় স্বাগতিকরা। একটি গোলও শোধ দিতে পারেনি তুর্কমেনিস্তানের মেয়েরা।

প্রথমার্ধেই লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আকলিমা খাতুন এগিয়ে দেন বাংলাদেশকে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক মেয়েরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে শেষ দিকে বাংলাদেশ আরো তিন গোল দেয় প্রতিপক্ষকে। ম্যাচের ৭১তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আকলিমা। ২-০ গােলে এগিয়ে যাওয়া বাংলাদেশকে ৮০তম মিনিটে আরো এগিয়ে দেন স্বপ্ন। ৩-০ গোলে পিছিয়ে পড়া তুর্কমেনিস্তান কোনো কিছু বুঝে উঠার আগেই মিনিট খানেকের মধ্যে হজম করে আরো এক গোল। ৮১তম মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জোড়া গাের করা স্বপ্না। তাতেই বাংলাদেশের ৪-০ গোলের জয় নিশ্চিত হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here