নিজস্ব প্রতিবেদক:: গোল্ডেন ডাক মারলেন লিটন দাস। আইরিশদের বিপক্ষে নিজের প্রথম বল মোকাবেলায় ফিরেছেন সাজঘরে। প্রথম ওভারেই বাংলাদেশ হারিয়েছে এক উইকেট। টস হেরে ব্যাট করতে নামা তামিম-লিটনের উদ্বোধনী জুটি স্থায়ী হলো মাত্র ৩ রানের।
ইনিংসের চতুর্থ বলে এলবিডাব্লিউ’র ফাঁদে পড়েন লিটন দাস। প্রথম বলেই ফিরেন সাজগরে। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে টাইগাররা। জস লিটলি প্রথম ওভারেই সাফল্য এনে দেন আইরিশদের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভারে এক উইকেটে ৩ রান। ৩ রানে অপরাজিত আছেন তামিম ইকবাল। তাকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি চলছে চেমসফোর্ডে।
স্বাগতিক আয়ারল্যান্ড বোর্ড বাড়তি সুযোগ-সুবিধার কারণে নিজেদের দেশে সিরিজটি আয়োজন না করে ইংল্যান্ডে আয়োজন করছে। নিরপেক্ষ ভেন্যু চেমসফোর্ডে আজ হচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি।
আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বার্লবিনি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগে ব্যাট করতে হচ্ছে তামিম ইকবালদের বাংলাদেশকে। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের দল থেকে আছে দুটি পরিবর্তন। চোটের কারণে এ সিরিজে নেই পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদ। এ দুজনের জায়গায় আজ একাদশে আছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
অন্যদিকে আয়ারল্যান্ড দলে ফিরেছেন আইপিএল মাতানো পেসার লিটল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছুটিতে ছিলেন তিনি আইপিএল খেলবেন বলে। তবে এবার গুরুত্বপূর্ণ সিরিজের জন্য গুজরাট টাইটান্সকে সাময়িক বিদায় বলেছেন এই বাঁহাতি পেসার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জোশুয়া লিটল ও গ্রাহাম হিউম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০