প্রথম বাংলাদেশী হিসেবে পাঁচ হাজারি ক্লাবে তামিম ইকবাল

    0
    32

    স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খাঁন চট্রলায় নিজের হোম ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে বেন স্টোকসের ২১ তম ওবারের পঞ্চম বলে চার হাকিয়ে পাঁচ হাজার রানের মাইল ফলকে পৌঁছান।

    তৃতীয় ম্যাচে ৩৮ রান দূরত্বে থেকে মাঠে নামেন তামিম। ১৫৮ ইংনিসে, ৩২.৪৯ গড়ে, ৭৮ স্ট্রাইক রেটে,তেত্রিশটি অর্ধশত এবং সাত শতকে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেন তামিম।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০/১০৪

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here