প্রথম বারের মত ইংল্যান্ড আয়োজন করতে যাচ্ছে দিবা-রাত্রির টেস্ট

0
17

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড প্রথমবারের মতো নিজেদের মাটিতে দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে যাচ্ছে। ক্রিকেটের জনক দেশটি আগামী আগস্টে এজবাস্টনের বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

ক্রিকেট বিশ্বে তৃতীয় দেশ হিসেবে ফ্লাড লাইটে দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। এর আগে গত বছর এডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো এবং আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে যাচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদনক্রমে আগস্টের ১৭ থেকে ২১ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টনে এই দিবা-রাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইসিবি প্রধান নির্বাহী টম হ্যারিসন এক বিবৃতিতে বলেন, ‘প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট আয়োজনের সুযোগ পেয়ে আমরা উচ্ছ্বসিত। এটা দর্শক আকর্ষনের
এক দারুণ সুযোগ। যারা সারা দিন কাজ করে তাদের রাতে টেস্ট দেখার এটা একটা ভালো পথ হতে পারে। আমরা আশা করি এটা অনেক পরিবারকে মাঠে টেনে আনবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here