স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক ম্যাচে উইকেটের দেখা পাননি। যদিও আম্পায়ার বঞ্চিত করেছিলেন একটি উইকেট থেকে। তবে বল হাতে দারুণ ছিলেন তিনি। দলের জয়ে রেখে ছিলেন বড় অবদান। প্রথম ম্যাচে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ম্যাচেই ঘুঁচিয়েছেন সিলেটের এই স্পিনার।
অভিষেক ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি। আর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই হয়েছেন ম্যাচ সেরা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। দ্বিতীয় এক দিনের ম্যাচে ক্যারিবিয়ানদের ২৯.২ ওভার হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করলো তামিমের দল।
গায়ানায় স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ বোলিং করে বাংলাদেশ। নাসুম-মিরাজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েন ক্যারিবিয়ান ব্যাটাররা। শামারাহ ব্রুকসকে দিয়ে আর্ন্তজাতিক ওয়ানডেতে উইকেট শিকারের খাতা খুলেন নাসুম। বল হাতে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। ১০ ওভারের কোটা শেষ মাত্র ১৯ রানে তিন উইকেটে। তার মধ্যে আবার তার করা চার ওভারে কোনো রানই নিতে পারেননি স্বাগতিক ব্যাটাররা।
এর আগে প্রথম ম্যাচে নাসুম ৮ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৬ রান। ২ স্ট্রাইক রেটের সঙ্গে ছিলো ৩টি মেডেন ওভারও। শুরুর ৩২ বলের মধ্যে ৩১ বলে কোনো রানও খরচা করেননি তিনি। প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক জানিয়ে ছিলেন, তিনি ঝুঁকি নিয়েই একাদশে নিয়েছেন এই স্পিনারকে। দলের প্রত্যাশা পূরণ করেছেন তিনি।
এবার দ্বিতীয় ম্যাচেও দল ও সমর্থকদের হতাশ করেননি নাসুম। দেখিয়েছেন তার স্পিন ভেলক্বী। দারুণ বোলিংয়ে মুগ্ধ করেছেন সমর্থকদের। জাতীয় দলের টি-২০ ফরম্যাটে নিজেকে নিয়মিত করে নেওয়া সিলেটের এই স্পিনারের ওয়ানডে যাত্রাটাও নিশ্চয়ই ভাল হবে, এমন প্রত্যাশা ছিলো সমর্থকদের। শুরুটাও হলো তাই মনের মতো। ২০২১ সালের ২৮ মার্চ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় এই স্পিনারের। এখন পর্যন্ত ২২ ম্যাচে নিয়েছেন ২৮টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০