প্রথম ম্যাচে খরুচে মুস্তাফিজ, টানা চতুর্থ হার দিল্লির

0
81

স্পোর্টস ডেস্কঃ আইপিএলে টানা চতুর্থ হারের স্বাদ পেল দিল্লি ক্যাপিটালস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আজ দলটি হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। এই ম্যাচ দিয়ে এবারের আইপিএলে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তবে নিজের শুরুর ম্যাচে এক উইকেট পেলেও খরুচে বোলিং করেন বাঁহাতি এই পেসার।

দিল্লির করা ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ পায় মুম্বাই। রোহিত শর্মা-ইশান কিশান জুটিতে ৭১ রান পায় সাবেক চ্যাম্পিয়নরা। মুস্তাফিজ পাওয়ার প্লে-তে বোলিংয়ে এসে রান দেন ১৩। তবে নিজের দ্বিতীয় ওভার মাত্র ২ রান খরচ করেন এই পেসার। ম্যাচ জমিয়ে দেওয়া এই টাইগার বোলার ১৭তম ওভারে তুলে নেন রোহিতের উইকেট।

১৭তম ওভারের শুরুতেই ৪ হজম করলেও পরের দুটি বলই ডট দেন মুস্তাফিজ। তৃতীয় বলে রোহিতের উইকেট তুলে নেন তিনি। মুম্বাই অধিনায়ক ৪৫ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬৫ রান করেন। পরের ওভারে এনরিচ নর্কিয়া ৬ রান খরচ করেন। কিন্তু মুস্তাফিজ ১৯তম ওভারে ১৫ রান খরচ করলে ম্যাচে ফিরে মুম্বাই। সেই ওভারে ২ ছক্কা হজম করেন ‘কাটার মাস্টার’।

শেষ ওভারে মুম্বাইয়ের জয়ের জন্য দরকার ছিল ৫ রান। দক্ষিণ আফ্রিকান পেসার নরকিয়ার প্রথম বলে ১ রান নেন ক্যামেরন গ্রিন। পরের বলে টিম ডেভিডের সহজ ক্যাচ ফেলেন মুকেশ কুমার। তৃতীয় বলে রান নিতে পারেন নি ডেভিড। চতুর্থ বলে ১ রান নেন অস্ট্রেলিয়ার হয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা এই ব্যাটার। শেষ বলে ২ রান দরকার ছিল রোহিতের দলের। গ্রিন আলতো করে ড্রাইভ খেলেই রানের জন্য ছোটেন। দুই রান নিতে যাওয়া এই ব্যাটারকে রান আউট করা যেত। কিন্তু সেটি আর হয় নি। ডেভিড ১৩ ও গ্রিন ১৭ রানে অপরাজিত ছিলেন।

মুম্বাইয়ের জয়ে বড় অবদান রাখেন তিলক ভার্মা। ২৯ বলে ১ চার ও ৪ ছয়ে ৪১ রান করেন তিনি। রোহিতের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন তিলক। আর উদ্বোধনী জুটিতে রোহিতকে নিয়ে ৭১ রান তোলেন ইশান (৩১)। মুস্তাফিজ ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন এক উইকেট। মুকেশ নেন ২ উইকেট। এর আগে ব্যাটিংয়ে নেমে দিল্লির শুরুটা হয়েছে মন্দের ভালো! পৃথ্বী শ (১৫) আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে উঠেছে ৩৩ রান।

২২ বলে ৩৩ রানের জুটি গড়েন ওয়ার্নার-পৃথ্বী শ। মাঝে দ্রুত উইকেট একাধিক উইকেট হারায় দিল্লি। তবে ষষ্ঠ উইকেটে ওয়ার্নার-অক্ষরের ৩৫ বলে ৬৭ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগোয় দলটি। অক্ষর তুলেছেন ২৫ বলে ৫৪। জেসন বেরেনডর্ফের করা ১৯তম ওভারের প্রথম বলে অক্ষর আউট হওয়ায় বিচ্ছিন্ন হয় এই জুটি। ওই ওভারে একটি রানআউটসহ মোট ৪ উইকেট হারায় দিল্লি। ৩টি করে উইকেট নেন পীযূষ চাওলা ও বেরেনডর্ফ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here